ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। একটু সাফল্য চাইছে ত্রিপুরার গার্লস ক্রিকেটাররা। প্রথমত, খুদে ক্রিকেটারদের অনূর্ধ্ব ১৫ বছর বয়স। অনেকেই প্রথমবারের মতো জাতীয় আসরে রাজ্যের বাইরে খেলতে আসা। তারপরও চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছে সাফল্যের লক্ষ্যে। দাদা-দিদিরা এ বছর কার্যত ব্যর্থতার রেকর্ড গড়ে বেড়াচ্ছেন। ট্র্যাডিশনাল পরাজয়ের তকমাকে ছাপিয়ে কিছু একটা সাফল্য চাইছে ত্রিপুরার খুদে ক্রিকেটারদের দল। ত্রিপুরার অনূর্ধ্ব-১৫ গার্লস ক্রিকেটাররা এখন ছত্তিশগড়ে। বিসিসিআই আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। মঙ্গলবার রাজ্য দল বিমানে ছত্তিশগড়ে পৌঁছুলে কোচের তত্ত্বাবধানে আজ বুধবার প্রয়োজনীয় প্র্যাকটিস সেরে নিয়েছে মাঠে। জাতীয় আসরে সবচেয়ে ক্ষুদে ক্রিকেটারদের টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট। পারমিতার নেতৃত্বাধীন ২০ সদস্যের রাজ্য দলের সঙ্গে ডেপুটি হিসেবে রয়েছে সায়ন্তিকা নমঃ দাস। সফরকারী রাজ্য দল মূলতঃ টুর্নামেন্টের গ্রুপ লীগের পুরো পাঁচটি ম্যাচ-ই খেলবে। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। ছত্তিশগড়ের ভিলাইতে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। ১৯ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ সৌরাষ্ট্র। তৃতীয় ম্যাচ ২১ নভেম্বর উত্তরাখণ্ডের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ কেরালার বিরুদ্ধে ২৩ নভেম্বর। গ্রুপ লীগের পঞ্চম তথা অন্তিম ম্যাচ ২৫ নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে। রাজ্য দলের ক্রিকেটাররা হলো : পারমিতা চক্রবর্তী (অধিনায়ক) সায়ন্তিকা নমঃ দাস (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক) পূর্ণিমা দেবনাথ, মিষ্টু মালাকার, মধুমিতা সরকার, দীপা নমঃ দাস, অমৃতা দাস, দীপিকা পাল, অসীমা সরকার, অঙ্কিতা তাঁতি উড়িয়া, রুমা সরকার (উইকেট রক্ষক), নন্দিতা দাস, রিয়া সরকার, রেবিকা নোয়াতিয়া, ইন্দ্রা বড়ুয়া, পল্লবী মাগর, পায়েল ত্রিপুরা, সুস্মিতা তেলী, দিয়া দাস, চন্দ্রা দেব।
2023-11-15