নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত মিজো রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে আর দেরী হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ৷ তবে, রিয়াং শরণার্থীরা স্বভূমে ফিরে যেতে না চাইলে কেন্দ্রীয় সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলেও তিনি জানিয়েছেন৷ তাতে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে জটিলতা থেকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে৷ আদৌ তাদের মিজোরামে ফেরত পাঠানো সম্ভব হবে কি না সেই প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ শনিবার কাঞ্চনপুর সফরে গিয়ে মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারের আধিকারীকদের সাথে ত্রিপাক্ষিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ৷ এরপর তিনি নাইসিংপাড়া এবং আশারামপাড়া শিবির পরিদর্শন করেন এবং রিয়াং শরণার্থীদের সাথে কথা বলেন৷ শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে শ্রীগর্গ জানান, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে আর দেরী করা হবে না৷ শীঘ্রই তাদের প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণ করা হবে৷ তিনি জানান, আগামী নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারীর মধ্যে নতুন অ্যাকশন প্ল্যান তৈরী করে মিজোরাম সরকার তাদেরকে স্বভূমে ফিরিয়ে নিয়ে যাবে৷ তবে, রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে যেতে অনিহা প্রকাশ করলে কেন্দ্রীয় সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলে তিনি জানিয়েছেন৷
এই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে ফের জটিলতা দেখা দেবে বলে ইঙ্গিত মিলেছে৷ এদিন, নাইসিংপাড়া সফরে গেলে রিয়াং শরণার্থীদের এক প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিবের সাথে সাক্ষাৎ করে দাবী সনদ পেশ করেছেন৷ তাতে নতুন দাবী উত্থাপন করা হয়েছে শরণার্থীদের তরফে৷ প্রতিনিধি দলের দাবী সনদ মোতাবেক যারা মিজোরামে ফিরে যাবে তাদের পাঁচ হেক্টর করে জুম চাষের জমি বন্দোবস্ত করে দিতে হবে৷ চার বছর পর্যন্ত তাদের রেশন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করতে হবে৷ তাদের জন্য ক্লাস্টার গড়ে দিতে হবে৷ পাশাপাশি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷ এই সমস্ত দাবীর পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব জানিয়েছেন জমি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিজোরাম সরকারের এক্তিয়ারভূক্ত৷ এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোন প্রতিশ্রুতি কিংবা হস্তক্ষেপ করবে না৷ ক্লাস্টারের বিষয়টিও মিজোরাম সরকারেরই এক্তিয়ারভূক্ত বলে তিনি জানিয়েছেন৷ তবে, নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ এদিকে, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের এই প্রক্রিয়ায় মিজোরাম সরকার ৬৮ কোটি টাকার অ্যাকশন প্ল্যান জমা দিয়েছে৷ যুগ্ম সচিব জানিয়েছেন, এই টাকা অনুমোদনের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা আসবে না৷
এদিন, রিয়াং শরণার্থীরা যুগ্ম সচিবের কাছে অভিযোগ তুলে বলেন, মিজোরামে তাদের বহু কষ্টে থাকতে হয়েছে৷ তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে মিজোরামে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন৷ এদিন যুগ্ম সচিবের সাথে বৈঠকে মিজোরামের সরকারের তরফে স্বরাষ্ট্র দপ্তরের সচিব রুমা শর্মা, মামিত জেলার জেলা শাসক ডেভিড এইচ লালথানওয়ালা সহ ১৫ সদস্যক এক টিম এবং উত্তর ত্রিপুরা জেলা শাসক, পুলিশ সুপার এবং কাঞ্চনপুরের মহকুমা শাসক উপস্থিত ছিলেন৷
2016-06-05

