মোদী সরকারের দুই বছরে তিনটি বাজেটকে দিশাহীন বললেন মানিক দে

MANIK CITUনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ কেন্দ্রীয় সরকারের শ্রম ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ১২ দফা দাবি আদায়ে আগামী ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন৷ এ উপলক্ষে গোটা দেশেই প্রচার অভিযান সংগঠিত করেছে সিআইটিইউ৷ রাজ্যেও শনিবার আয়োজন করা হয় এক হল সভার৷ সভায় সিদ্ধান্ত হয় ঐ দিন দেশব্যাপী বনধে সামিল হবে ত্রিপুরাও৷
কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমও জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ এনে ১২ দফা দাবি আদায়ে আগামী ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটে সামিল হবে ১২টি শ্রমিক৷ সংগঠন৷ এই ধর্মঘটকে সামনে রেখে গোটা দেশেই প্রচার তুঙ্গে তুলেছে সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন৷ এই ধর্মগঠকে সামনে রেখে শনিবার রাজ্যে এক হল সভার আয়োজন করে সিআইটিইউ রাজ্য কমিটি৷ এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় আলোচনাসভা৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি তথা পরিবহন মন্ত্রী মানিক দে এদিন কেন্দ্রীয় সরকারের নীতিগুলি তুলে ধরে সমালোচনা মুখর হন৷ মানিক দে বলেন, ইউপিএ সরকারের ন্যায় এনডিএ সরকারের কোন নীতি নেই৷ বর্তমানে দেশে বেকারের সংখ্যা বাড়ছে৷ নেই নতুন প্রকল্প৷ গত ২ বছরে মোদী সরকার যে তিনটি বাজেট বেশ করেছে তা একেবারেই দিশাহীন৷ বড় লোকদের স্বার্থরক্ষার মেনে কাদ্মজ করে চলেছে মোদী সরকার৷
মানিক দে বলেন সাম্প্রদায়িক শক্তিগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে৷ দেশের সরকার এখন চিন্তায় ব্যাস্ত কোন ধর্মের মানুষ কোন ধর্ম গ্রহন করবেন৷ সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মানিক দে৷ তিনি বলেন, এই নীতির প্রতিবাদে আগামী ২রা সেপ্ঢেম্বর ধর্মঘট সামিল হবে রাজ্যও৷
এদিনের হল সভায় আলোচনা করেন কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ন কর, জিএমপি নেতা নীরতুদন দেববর্মা, সিআইটিইউ নেতা পিযুষ নিগম, মন্ত্রী রতন ভৌমিক, ভানুলাল সাহা প্রমুখ৷