ইডেনে খেলা দেখতে এসে নিখোঁজ মুর্শিদাবাদের বালক

কলকাতা- মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): ইডেনে খেলা দেখতে এসে নিখোঁজ মুর্শিদাবাদের এক বালক। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাবা-মার। বালকটির বাবা ঘুরছেন পুলিশ আর ময়দানের বিভিন্ন ক্লাবের দুয়ারে দুয়ারে। মুর্শিদাবাদের সালার থানা সূত্রে জানা গিয়েছে, ছেলেটির নামে একটি মিসিং ডায়েরি করেছে পরিবারের লোকজন। সমস্ত থানায় ছবি পাঠিয়ে খোঁজাখুঁজির কাজ শুরু হয়েছে।

মুর্শিদাবাদের কান্দি থানা এলাকা বাসিন্দা সারজারুল শেখ (১৩), ডাকনাম সাহেব। সালার থানা এলাকার উজুনিয়া গ্রামের একটি আলামীন মিশনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে সাহেব। পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি তাঁর প্রচণ্ড ঝোঁক। বিশেষত, ক্রিকেটের প্রতি। সেই ক্রিকেটেরই মহারণ হচ্ছে দেশে। গত ১১ তারিখ ইডেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ ছিল। ক্রিকেটের খবর চোখ এড়ায় না সাহেবের।

মিশনের অন্যান্য বন্ধুদের সে জানিয়েছিল, খেলা দেখতে আসবে ইডেনে। কয়েকজন বন্ধু খেলা দেখতে এলেও সে একা আলাদা ইডেনে এসেছিল বলে জানায় তাঁর পরিবারের সদস্যরা। এমনকি, কলকাতায় কোনও না কোনও ক্রিকেট প্রশিক্ষণ সংস্থায় সে ভর্তি হবে বলেও জানিয়েছিল। মিশনের অন্যান্য পড়ুয়ারা সন্ধ্যার পর ফেরত চলে এলেও সাহেবের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিকেলের পর মিশনের তরফে রোল কল করার সময় সাহেবকে অনুপস্থিত দেখে চিন্তিত হয়ে পড়েন শিক্ষকরা। খবর দেওয়া হয় সাহেবের বাড়িতে।

সাহেবের বাবা মোনারুল শেখ জানান, এরপর থেকেই ছেলের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সালার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু ১১ তারিখ থেকে ছেলের কোনও খোঁজ পাওয়া যায়নি। সমস্ত আত্মীয়-স্বজন, বন্ধু পরিজনদের বাড়ি খোঁজ লাগানো হয়েছে। কিন্তু, কোথাও কোনও খোঁজ মেলেনি ছেলের।

এরপরেই কলকাতায় চলে আসেন মোনারুল শেখ। কলকাতায় যত ক্রিকেট ক্লাব আছে, সেখানে নিজের ছেলের ছবি এবং যোগাযোগ নম্বর দিয়ে লিফলেট সাঁটিয়ে যান অসহায় বাবা। কলকাতায় ইডেন গার্ডেন গ্রাউন্ডের বাইরের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে যান তিনি। কেউ যদি কোনওভাবে তাঁর ছেলের খোঁজ পান, সেই আশা থেকেই হন্যে হয়ে কলকাতার একাধিক ক্রিকেট ক্লাব ঘুরেছেন সাহেবের বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *