পূর্ব মেদিনীপুর, ১৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার মেচদা ইসকন মন্দিরে গোমাতার পুজো দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও তির্যক মন্তব্য করেন বিরোধী দলনেতা।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। আদালতের নির্দেশে তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি। ইসকনের মন্দিরের বাইরে অপেক্ষারত সাংবাদিকরা শুভেন্দুকে দেখতেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেন। জবাবে বিরোধী দলনেতা বলেন, তিনি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না।
জ্যোতিপ্রিয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ”‘আমি এখানে এইসব কিছুই বলার জন্য আসিনি। এটা পবিত্র জায়গা। চোর ছ্যাঁচ্চড়দের নাম বলে এই জায়গাকে অপবিত্র করবেন না দয়া করে। এখানে আমি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না।”’