পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,১৪ ই নভেম্বর : আবারও পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পলাশ দাশ (৩৬) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন চিত্তামারা অফিসটিলা বাজার সংলগ্ন এলাকায়। প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার বাইরে গিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।
মৃত পলাশ দাশ পেশায় একজন টাইলস ব্যবসায়ী।তার বাড়ি বাইখোরা এলাকায়।  নিজের টিআর০৮-ডি-০৭০০  বহুমূল্যের দামি গাড়ি নিয়ে দুই বন্ধু প্রদীপ চৌধুরী (বিলোনিয়া),  পার্থ পাটারি (শান্তিরবাজার ) কে সঙ্গে নিয়ে  উদয়পুর থেকে বিলোনিয়া আসছিল নিজেই গাড়ি চালিয়ে । হঠাৎই বিকেল ৫ টা নাগাদ চিত্তামারা অফিসটিলা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

 দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্যত্র গিয়ে পড়ে।
খবর পেয়ে বিলোনিয়া থেকে দমকল কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পলাশ দাশকে মৃত বলে ঘোষণা করেছে। বাকি দুই বন্ধু আহত হয়েছেন বলে খবর। ঘটনার খবর মৃতের পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *