নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ নভেম্বর : রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় আজ মঙ্গলবার কল্যাণপুর ব্লক কংগ্রেস কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মজয়ন্তী।
এদিন জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্য দলীয় কর্মীরা। জনাকীর্ণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ বলেন, পন্ডিত জহরলাল নেহেরু ভারতবর্ষকে প্রকৃত অর্থে উন্নয়নের দিকে পরিচালিত করেছিলেন। ১৯১২ সালে দেশে ফিরেই তিনি সরাসরি রাজনীতির সংস্পর্শে চলে আসেন।
ছাত্রাবস্থা থেকেই বিদেশী ঔপনিবেশিকতা থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম তাঁকে বিশেষভাবে আকর্ষণ করত। ভারতে ফিরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন। মহাত্মা গান্ধীর আদর্শ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। ১৯২০-২২-এর অসহযোগ আন্দোলনের দিনগুলিতে তিনি দু’বার কারাবরণ করেন। আগামী দিনে পন্ডিতজির আদর্শকে পাথেয় করে পথ চলার জন্য প্রত্যেকের প্রতি আবেদন রাখেন। কল্যানপুর এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও এদিনটি বিশেষভাবে পালন করা হয়েছে।