আগরতলা, ১৪ নভেম্বর : ত্রিপুরা সরকার রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো উন্নত করার জন্য রাজ্যে নতুন নতুন সব স্টেশন বসানো হচ্ছে । আজ রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এবং ক্যাপিটাল কমপ্লেক্স, বনমালীপুর এবং বড়দোয়ালী ডিভিশন পরিদর্শন শেষে একথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। সাথে তিনি আপামর জনগণকে অযথা বিদ্যুৎ অপচয় করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
এদিন শ্রী নাথ বলেন, দুর্গাপূজা থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক , প্রকৌশলী এবং বিভিন্ন স্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। উৎসবকে আলো ঝলমল রাখার জন্য তিনি প্রকৌশলী এবং কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন ১৯১২ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও।
এদিন তিনি আরও বলেন , রাজ্য সরকারে ঐকান্তিক চেষ্টার ফলেই অক্ষুন্ন রাখা সম্ভব হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুতের বিকল্প কোনো কিছু নেই। তাই প্রয়োজন অনুসারে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন তিনি আশা ব্যক্ত করেন , বিদ্যুৎ দপ্তরের সমস্ত স্তরের প্রকৌশলী, আধিকারিক এবং কর্মীদের সম্মিলিত সহযোগে আগামীদিনেও রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান অব্যাহত থাকবে।