।।তানিয়া চক্রবর্তী ।।
আগরতলা, ১৪ নভেম্বর : সাত সকালে আগুনে পুড়ে ছাই ইন্ডিয়ান ব্যাংকের প্রচুর নথিপত্র। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা জনৈক দমকলকর্মীর। ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় ওই ঘটনা ঘটেছে বলে ধারণা দমকলকর্মীর।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকাল ৬ টা নাগাদ খবর আসে শকুন্তলা মার্কেটস্থিত কে দাস মার্কেটে ইন্ডিয়ান ব্যাংকে আগুন লাগার দৃশ্য দেখতে পায় স্হানীয় মানুষ। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কারণ, ব্যাংকে কোন নিরাপত্তা কর্মী না থাকায় এই বড় ঘটনা।
তিনি আরও জানিয়েছেন, ব্যাংকের আগুন লাগার ফলে দুটি কম্পিউটার সহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা জনৈক দমকলকর্মীর। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।