নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : আলোর উৎসবের মধ্যেই শহরের দুটি বাড়িতেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় দুটি বাড়িতেই বাড়ির মালিকদের অনুপস্থিতিতে এই চুরিকান্ড সংঘটিত হয়েছে। একটি ঘটনায় সিসি ক্যামেরায় চোরের ছবি স্পষ্টভাবে দেখা গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর মেলেনি।
একটি ঘটনা ঘটেছে রাজধানীর আমতলী থানাধিন উত্তমভক্ত চৌমুহনী ঠাকুরপাড়া এলাকায়। বাড়ির মালিক দুলাল দেবনাথ কালিপুজার রাতে অর্থাৎ রবিবার আনুমানিক সাড়ে ৭টা নাগাদ পরিবারের সদস্যদের নিয়ে পুজা দেখতে বেরিয়েছিলেন। বাড়িতে এসে দেখতে পান ঘরের সব জিনিস তছনছ, আলমারি ভাঙা, আলমারিতে ১লক্ষ ২০ হাজার টাকা নগদ এবং ২ লক্ষ টাকার সোনার জিনিস ছিল। সেগুলি নিয়ে যায় চোর। সঙ্গে সঙ্গে বাড়ির সিসি কামেরার ফুটেজে চুরিকান্ডটি দেখে পুলিশকে খবর দেন বাড়ির মালিক। তবে চোরের ছবি স্পষ্টভাবে দেখা গেলেও এই চুরিকান্ডে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অপর ঘটনাটি ঘটেছে শহরের প্রানকেন্দ্রে ধলেশ্বর রোড নাম্বার তিন স্থিত বিপ্লব দেবের বাড়িতে। তিনি দীপাবলির রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাইরে গিছিলেন ঘুরতে। রাত প্রায় সাড়ে ১২ টা নাগাদ বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙা, আলমারি ভাঙা। ঘরের সব জিনিস লন্ডভন্ড করে গেছে চোরের দল। বাড়ির মালি বিপ্লব দেব জানিয়েছেন, আট ভরি স্বর্ণালঙ্কার ছিল আলমারিতে,সেগুলি নিয়ে গেছে চোরের দল। যার বাজার মুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। এছাড়াও ৬০ হাজার টাকা নগদ অর্থও নিয়ে গেছে। ঘটনায় পূর্ব থানায় অভিযোগ জানালে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত দুটি চুরিকান্ডে কোনো গ্রেপ্তারের খবর নেই।

