অনন্তনাগ, ৯ নভেম্বর (হি. স.) : জম্মু ও কাশ্মীরে ফের সীমান্তবিধি লঙ্ঘন পাক সেনার । জম্মু ও কাশ্মীর উপত্যকার শোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম এক জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে,বুধবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হওয়া গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান।
কাশ্মীর জোন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত জঙ্গি মাইসের আহমদ দার রেসিসট্যান্ট ফ্রন্ট বা টিআরএফের সদস্য। এদিন শোপিয়ানের কাথোহালান এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এর পরই সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর অবধি অভিযান চালায়। তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক টিআরএফ জঙ্গির। তার কাছ থেকে বেশকিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।
অন্যদিকে, সাম্বা জেলার রামগড় সেক্টরে বৃহস্পতিবার ভোরে সীমান্তবিধি লঙ্ঘন করে গোল বর্ষণ করে পাক সেনা। তাতেই আহত হয়েছেন বিএসএফের এক জওয়ান।
ভারতীয় সেনার দাবি, গত ২৪ ঘণ্টায় এই তিনবার সীমান্তবিধি লঙ্ঘন করে পাক গোলা বর্ষণের ঘটনা ঘটল।
এদিকে, জইশ জঙ্গি উমর আমিনের অনন্তনাগের একটি দোকান বাজেয়াপ্ত করেছে কাশ্মীর পুলিশ। উমর বর্তমানে জেল হেফাজতে রয়েছে। গত মে মাসে দীপক কুমার নামের এক সার্কাস কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।

