মিজোরাম নিৰ্বাচন : সন্ধ্যা ৬-টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৮৩ শতাংশ, কোনও অশান্তির খবর নেই

আইজল, ৭ নভেম্বর (হি.স.) : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৭ নভেম্বর সকাল ৭:০০ থেকে ৪০ আসনের মণিপুর বিধানসভার ভোট পর্ব শুরু হয়েছিল। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, সন্ধ্যা ৫:০০টা পর্যন্ত ৭৫.৬৮ শতাংশ ভোটদান হয়েছিল। এর পর এক এক করে রাজ্যের ১১ জেলার অন্তর্গত প্রত্যন্ত এলাকা সহ মোট ১,২৭৬টি কেন্দ্র থেকে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভোট পড়েছে ৭৭.৮৩ শতাংশ। এই হার আরও বাড়তে পারে বলে মনে করছে নির্বাচন দফতর।

মূলত আজ ভোটের সময়সীমা ছিল বিকাল ৪:০০টা পর্যন্ত। কিন্তু ভোটারের লাইন দীর্ঘ থাকায় ভোটগ্রহণ হয়েছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সূত্রটি জানিয়েছ, ভোটপর্ব সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে।

প্রসঙ্গত, ৪,১৩,০৬২ জন পুরুষ, ৪,৩৯,০২৬ জন মহিলা এবং ৪,৯৭৫ জন সার্ভিস ভোটার সহ মোট রাজ্যের ৮,৫৭,০৬৩ জন ভোটার এবার ১৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন৷ সরকারি সূত্রের খবর, এবারের নির্বাচনে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন প্ৰবীণ থেকে নবীন নাগরিকরা। সব কেন্দ্রে নতুন ভোটাররা সারিবদ্ধভাবে তাঁদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোনও এলাকা থেকে কোনও ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি।

রাজ্যের ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস সমস্ত নির্বাচনী কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আম আদমি পার্টি চার এবং ২৭ জন নিৰ্দলীয় প্রার্থী এবারের মিজোরাম বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই করছেন৷ 

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, এবারের মিজোরাম বিধানসভা নির্বাচনে ২১ জন জেনারেল অবজারভার, ১৪ জন ব্যয় পর্যবেক্ষক এবং ইসিআই কর্তৃক নিয়োজিত ১১ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। 

এছাড়া, ৩,০০০ রাজ্য পুলিশ কর্মী ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪৫০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এঁদের মধ্যে বিএসএফ-এর ১০টি, সিআরপিএফ এবং এসএসবির পাঁচটি কোম্পানি মিজোরামে এসেছে। ব্যবস্থা ছিল এয়ার অ্যাম্বুলেন্সের। আজ ৭ নভেম্বর সকাল ৭-টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্ট্যান্ডবাই থাকার জন্য মুয়ালপুই হেলিপ্যাডে ১ পবনহংস হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *