ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে দ্বীপজয়ের সেঞ্চুরি যেমন নজর কেড়েছে। তেমনি বোলিংয়ে অর্কজিৎ রায় সাফল্য পেয়েছে। কোচবিহার ট্রফির রাজ্য দল গঠনের জন্য প্রস্তুতি শিবির চলছে জোর কদমে। দুদিনের প্রস্তুতি ম্যাচে টিসিএ গ্রীন দল লিড নিয়েছে তবে নির্বাচকরা যে বিষয়ের দিকে নজর রাখছেন। বিশেষ করে ব্যাটার, বোলারদের বাছাই করে নিচ্ছেন সম্ভাব্য ৪০ জনের দল থেকে। জাতীয় আসরে রাজ্য দলের কতটুকু সাফল্য আসবে সে পরের কথা। প্রস্তুতির কোন ঘাটতি নেই।
কোচবিহার ট্রফির জন্য আসন্ন অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি এবং সিলেকশন ট্রায়াল জোরকদমে চলছে। ইতোমধ্যে বাছাইকৃত ৪০ জনকে শিবিরে ডেকে রবিবার থেকে জোর কদমে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত বাছাইয়ে নির্বাচকরা নজর রাখছেন। সম্ভাব্য ক্রিকেটারদের দুটো দলে অরেঞ্জ এবং গ্রীন নামে বিভক্ত করে এমবিবি স্টেডিয়ামে রবিবার থেকে প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনে অরেঞ্জ দলের সংগৃহীত ২৩২ রানের জবাবে দ্বীনের খেলা শেষে গ্রীন টিম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে 49 রান সংগ্রহ করেছিল। আজ আরও ৬১ ওভার ফেলে ৭ উইকেট হারিয়ে মোট ২৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বীপজয় দেব সর্বাধিক ১১৭ রান সংগ্রহ করে। দ্বীপজয় ১৮০ বল খেলে কুড়িটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৭ রান পায়। এছাড়া, প্রিয়াংশ মিত্রের ৪৪ রানও উল্লেখ যোগ্য। গ্রীন টিমের অর্কজিৎ রায় ৫৭ রানে চারটি উইকেট পেয়েছে। রবিবার ম্যাচ শুরুতে টস জিতে অরেঞ্জ টিম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। ৭৩.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার দীপঙ্কর ভাটনগর এর ৫৬ রান, প্রীতম দাসের ৩৮ রান, আয়ুস অনিল দেবনাথ এর ৪৮ রান, সম্রাট বিশ্বাসের ৩৬ রান উল্লেখযোগ্য। দীপঙ্কর ৫৬ রান পেয়েছে ১১৩ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে। বোলিংয়ে বিশাল সিনহা ১৫ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, প্রণবিন্দু সাহা ও রোহন বিশ্বাস দুটি করে এবং আয়ুস আলম ও রাকেশ রুদ্র পাল একটি করে উইকেট পেয়েছিল।