কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): সিএবি-র পাঠানো টিকিট ফেরত পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল বোসকে খেলা দেখার জন্য চারটি টিকিট পাঠিয়েছিল সিএবি। তবে কালোবাজারির কথা জানার পর বোস নিজেই সেই টিকিটগুলি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার ম্যচ রয়েছে ইডেনে। খেলা দেখার জন্য রীতিমতো টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে সামাজিক মাধ্যমেও চলছে কালোবাজারির। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ২১ জন। বাজেয়াপ্ত হয়েছে ১২৭টি টিকিট। এই পরিস্থিতিতে রাজ্যপালের এই সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে।