নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : দিল্লিতে বেড়ে চলা মারাত্মক দূষণের জন্য বিজেপি, আম আদমি পার্টিকে দায়ী করেছে। শুক্রবার বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, দিল্লি সরকার তার ভুলের জন্য অন্য কাউকে দায়ী করছে।
অরবিন্দ কেজরিওয়াল দূষণ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন এবং দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করেছেন বলেও এদিন গৌরব ভাটিয়া মন্তব্য করেন। আম আদমি পার্টির সরকার দূষণ মোকাবিলায় কোনওরকম কার্যকর ব্যবস্থা নেয়নি। আর এখন দূষণের কারণে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে।
বিজেপির মুখপাত্র আরও বলেন, গতবছর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বায়ু দূষণ মোকাবিলায় তাঁর দায়িত্বের কথা বলেছিলেন। বায়ু দূষণের সমস্যা নিয়ন্ত্রণে এক বছরের সময়ও চেয়েছিলেন। দিল্লিবাসীকে এখন এর জবাব দেওয়া উচিত। অরবিন্দ কেজরিওয়াল ইডির সমন থেকে যেভাবে পালিয়ে গিয়েছিলেন সেভাবে পালানো উচিত নয়। সরকার দূষণ মোকাবিলার জন্য অন্য কোনও বিকল্প অনুসন্ধান করেনি কেন বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

