নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক শুক্রবার ভারত সফরে আসছেন। ৩-১০ নভেম্বর ভারত সফরে থাকবেন তিনি। এই সময়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি, এছাড়াও বিদেশমন্ত্রক ও ভারত সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। যাবেন অসম ও মহারাষ্ট্রেও।
বৃহস্পতিবার সকালে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ভুটানের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে ৩-১০ নভেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। বিদেশমন্ত্রক এবং ভারত সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। অসম ও মহারাষ্ট্রেও যাবেন তিনি।