আমবাটপল্লী, ২ নভেম্বর (হি.স.): ভোটমুখী তেলেঙ্গানার জনগণকে বড়বড় আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃস্পতিবার সকালে তেলেঙ্গানার আমবাটপল্লীতে এক জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে, গ্যাস সিলিন্ডারের দামও কমানো হবে। রাহুল বলেছেন, তেলেঙ্গানার পাবলিক বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা।
রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে, প্রতি মাসে ৪ হাজার টাকা পর্যন্ত উপকৃত হবেন মহিলারা। তিনি বলেছেন, “ডোরালা সরকারকে (সামন্ত শাসন) অপসারণ করতে এবং প্রজলা সরকার (জনগণের শাসন) প্রতিষ্ঠা করতে কংগ্রেসকে সমর্থন করুন।” তেলেঙ্গানার কেসিআর সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, “আপনারা জানেন, তেলেঙ্গানায় নির্বাচন হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ‘ডোরালা’ তেলেঙ্গানা এবং জনসাধারণের মধ্যে। এই স্থানে ‘ডোরালা’ তেলেঙ্গানার সবচেয়ে বড় প্রতীক রয়েছে, আমি এটি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। এখানে তেলেঙ্গানার মানুষের কাছ থেকে ১ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে। এখান থেকে কেউ উপকৃত হয়নি।”