দুর্গাপুর, ৩০ অক্টোবর (হি. স.) : স্নান করতে নেমে সেচ ক্যানেলের জলে তলিয়ে গেল এক নাবালিকা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঁকসার পশ্চিম ক্যানেলপাড় এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া নাবালিকার নাম রাজকুমারী মাহাতো(১০), কাঁকসার কোঁড়া পাড়ার বাসিন্দা। কয়েকদিন আগে পশ্চিম ক্যানেলপাড়ে মামা বাড়ীতে এসেছিল। এদিন দুপুরে দুই ভাই বোন স্নান করতে নেমেছিল। ওইসময় ক্যানেলের জলস্রোতে তলিয়ে যায় দুজনই। তলিয়ে যেতে দেখে সেখানে থাকা লোকজন তার ভাইকে উদ্ধার করতে পারলেও দিদিকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জেলেদের সাহায্য খোঁজাখুঁজি শুরু করে। পুলিশ জানিয়েছে, তল্লাশী চলছে।