মুম্বই, ২৭ অক্টোবর(হি.স.): আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের নিলাম। এবারই প্রথমবারের মতো আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বাইরে।
ঠিক হয়েছে নিলামের আগে অংশ নেওয়া দশটি দলের সামনে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে পুরাতন খেলোয়াড়দের ধরে রাখার। এই দিনেই ১০ দলের রিটেইন খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে বলা হয়েছে।
আর ঠিক হয়েছে অংশগ্রহণকারী প্রতিটি দল ১০০ কোটি ভারতীয় টাকার পার্স পাবে। এর ওপরই নির্ভর করছে কোন দল কাকে ছেড়ে দেবে আর কাকে ধরে রাখবে। ২০২৩ সালের অবশিষ্ট পার্সের সঙ্গে যুক্ত হবে সেই মূল্য। বর্তমানে ১২.২০ কোটি ভারতীয় টাকার পার্স রয়েছে পাঞ্জাব কিংসের কাছে।