দিল্লির বাতাসের গুণগতমান মন্দই, দূষণে অস্বস্তিতে রাজধানীর মানুষজন

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে দূষণ রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে দিল্লি সরকার। তা সত্ত্বেও আরও দূষণের কবলে চলে যাচ্ছে জাতীয় রাজধানী দিল্লি। বিগত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও দূষণের কবলে ছিল রাজধানী। দিল্লির কর্তব্যপথ, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা ছিল দূষণের কবলে। শুক্রবার দিল্লিতে সামগ্রিক বাতাসের গুণগতমান ছিল ২৪৯।

শুধুমাত্র দিল্লি নয়, উত্তর প্রদেশের নয়ডা হরিয়ানার গুরুগ্রাম এদিন সকালে ছিল দূষণের কবলে। দিল্লিতে যেভাবে দূষণ বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজধানীর বাসিন্দারা। দূষণ কমাতে দিল্লি সরকারও তৎপর, তা সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। দূষণ রুখতে এদিন সকালেও অ্যান্টি-স্মগ বন্দুক দিয়ে জল ছিটিয়ে দেওয়া হয়। দূষণের জেরে অস্বস্তি বোধ করছেন দিল্লির মানুষজন।