নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : রবি মরশুম, ২০২৩-২৪ (০১.১০.২০২৩ থেকে ৩১.০৩.২০২৪ পর্যন্ত) ফসফেটিক এবং পটাসিক সারের জন্য পুষ্টি ভিত্তিক ভর্তুকি হার অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত রবি মরশুমের জন্য ভর্তুকি এইরকম হবে। নাইট্রোজেনের জন্য প্রতি কেজি ৪৭.২ টাকা, ফসফরাস প্রতি কেজি ২০.৮২ টাকা, পটাশ ভর্তুকি প্রতি কেজি ২.৩৮ টাকা এবং সালফার ভর্তুকি হবে প্রতি কেজি ১.৮৯ টাকা।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, ভর্তুকি অব্যাহত থাকবে কারণ যখন আন্তর্জাতিক দাম বেড়ে যায়, সরকার চায় না যে এটি দেশের কৃষকদের উপর প্রভাব ফেলুক… ডিএপি-তে ভর্তুকি প্রতি টন ৪৫০০ টাকায় অব্যাহত থাকবে। যতদূর পর্যন্ত পুরানো হার অনুযায়ী ডিএপি প্রতি ব্যাগ ১৩৫০ টাকায় পাওয়া যাবে। এনপিকে প্রতি ব্যাগ ১৪৭০ টাকা দামে পাওয়া যাবে।

