নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : নেশা বিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করলো দেবদারু ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে অপ্রতিকর ঘটনা এরাতে ও নেশা বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন কুমার দাস। শুক্রবার ষষ্ঠীর পূজার রাতে গোপন খবরের ভিত্তিতে জোলাইবাড়ী ফাঁড়ী থানা এলাকা ও দেবদারু ফাঁড়ী থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে সাফল্য অর্জন করলো দুই ফাঁড়ী থানার ওসি। এই অভিযানে নেশাসামগ্রী উদ্ধার সহ নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নেশাকারবারীদের বিরুদ্বে মামলা হাতে নিয়েছে দেবদারু ফাঁড়ী থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। ওসি বকুল রিয়াং ও ওসি খোকন কুমার দাসের এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানা যায়।