আসানসোল, ২০ অক্টোবর (হি.স.) : ষষ্ঠীর দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার আসানসোলে ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের । এদিন আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ট্যাংকারের ধাক্কায় মৃত বাইক চালকের নাম বিবেক দাস (৩৭)। তিনি আসানসোল উত্তর থানার কন্যাপুরের সেনরেল ‘বি’ ব্লকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। জুবিলি মোড় থেকে কাল্লা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে পেছন থেকে একটি ট্যাংকার তাঁকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে। তাতে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যান। খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় পৌঁছায়। আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে ব্যক্তির বাড়ির লোকেরা খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্যাংকারটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।