শিক্ষকের দাবীতে সুকলে তালা দিয়ে বাইজলবাড়িতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে৷৷ ইংরেজি শিক্ষকের দাবিতে বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সব ক্লাসের ছাত্রছাত্রীরা

বাইজলবাড়িতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ শুক্রবার৷ ছবি নিজস্ব৷
বাইজলবাড়িতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ শুক্রবার৷ ছবি নিজস্ব৷

সুকলের দরজায় তালা ঝুলিয়ে খোয়াই আগরতলা রাস্তা অবরোধ করে আন্দোলনে বসে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ গত ছয় মাস ধরে এই বিদ্যালয়ে কোন ইংরেজি শিক্ষক নেই৷ সুকলে ইংরেজি পঠন পাঠন একেবারে বন্ধ হয়ে পড়েছে৷  সরকারি প্রধান শিক্ষকের কাছে দাবি জানিয়েও কোন লাভ না হওয়াতে শুক্রবার সকাল এগারটায় বাইজাল বাড়িতে খোয়াই-আগরতলা রাস্তা বন্ধ করে দিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে বসে তারা৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে এসডিপিও রাজীব সেনগুপ্ত, ওসি নারায়ণ চক্রবর্তী সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷  পুলিশ অফিসাররা আন্দোলনরত ছাত্রছাত্রীদের  বুঝিয়ে সুজিয়ে  রাস্তা অবরোধ থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয় একাধিকবার৷ দীর্ঘ সময় পথ অবরোধ চলতে থাকলেও জেলা শিক্ষা দপ্তরের থেকে একজন আধিকারিকও  আসেনি৷ িেদকে সুকলে  বন্দী প্রধান শিক্ষক সঞ্জু দেববর্মা জানান, পূর্বে ত্রিলাকুর দে নামে  একজন ইংরেজি শিক্ষক এই বিদ্যালয়ে ছিল৷ ওনার বদলির পর গৌতম দাস নামে অপর একজন শিক্ষককে সিপাহিজলা জেলার একটি সুকল থেকে  বদলি করা হয়  বাইজলবাড়ি দ্বাদশ সুকলে৷ শিক্ষা দপ্তর ঐ ইংরেজি শিক্ষক গৌতম দাস আজ অব্দি বাইজালবাড়ি সুকলে যোগদান করেননি৷ প্রধান শিক্ষক জানান তিনি বিষয়টি চিঠি দিয়ে জেলা শিক্ষা আধিকারিককে জানান বেশ কয়েকবার৷  কিন্তু বাইজালবাড়ি  সুকলে ইংরেজি শিক্ষক হিসেবে গৌতমবাবুর যোগদান আজও হয়নি৷ এদিকে রাস্তা অবরোধ এর জেরে দুই প্রান্তেই শত শত যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে৷ বেলা দেড়টায় জেলা শিক্ষা কার্যালয় থেকে শান্তুনু দেববর্ম (ওএসডি) আসার পর আন্দোলনরত ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ তোলা হয়৷