নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি ‘চুরির’ অভিযোগও আনলেন। কেন্দ্রীয় সরকারের প্রতি রাহুল গান্ধী প্রশ্ন করেছেন, আদানি গ্রুপের বিরুদ্ধে সরকার কেন তদন্ত করছে না? বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করেছেন রাহুল গান্ধী। রাহুল এদিন একটি মিডিয়া রিপোর্ট তুলে ধরেন, কয়লা আমদানিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওভার-ইনভয়েসিং এবং জনগণের কাছ থেকে ১২ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন রাহুল।
তিনি বলেছেন, “আদানি কর্তৃক কয়লা আমদানির মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দাম বাড়ছে।” রাহুল জোর দিয়ে বলেছেন, “আদানি ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনে এবং ভারতে কয়লা আসার সঙ্গে সঙ্গে এর দাম দ্বিগুণ হয়ে যায়, আমাদের বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সে (আদানি) সবচেয়ে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেয়, এই গল্প যে কোনও সরকারের পতন করে দেবে . এটা সরাসরি চুরি। তিনি (আদানি) ভারতের সবচেয়ে দরিদ্র মানুষের পকেট থেকেও প্রায় ১২ হাজার কোটি টাকা নিয়েছেন।” রাহুল গান্ধী আরও বলেছেন, “এবার চুরি হচ্ছে জনসাধারণের পকেট থেকে, সুইচের বোতাম টিপলে আদানি পকেটে টাকা পায়… বিভিন্ন দেশে তদন্ত হচ্ছে এবং মানুষ প্রশ্ন করছে কিন্তু ভারতে কিছুই হচ্ছে না।”

