জলপাইগুড়ি, ১৭ অক্টোবর, (হি.স.): দলছুট বুনো হাতির আছাড় খেয়ে বানারহাট ব্লকের আপার কলাবাড়িতে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ক্ষুব্ধ গ্রামবাসীরা দেহ আটকে রেখে বন্যপ্রাণ শাখার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।
অভিযোগ, গত কুড়ি দিনে বুনো হাতির হামলায় ওই এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি ভয়ঙ্কর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, ক্ষোভ তাঁদের। এমনকি হাতি গ্রামে ঢুকে পড়লেও তাড়ানোর ব্যবস্থা করেন না বনকর্মীরা।
অভিযোগ রয়েছে আরও। এই হাতির হামলার ঘটনাতেই অতিষ্ঠ হয়ে চাষাবাদ প্রায় বন্ধের মুখে এলাকায়। এদিনের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, উচ্চস্তরের বনাধিকারিকেরা যদি ঘটনাস্থলে না আসেন, তা হলে তাঁরা কোনও মতেই মৃতদেহ নিয়ে যেতে দেবেন না।