নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ অক্টোবর : ইমারজেন্সির সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে রোগী। ডাক্তারের দেখা নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি দিয়ে রোগী এনে ইমার্জেন্সির ড্রেসিংরুমে ফেলে রেখেছেন। দেখা নেই ডাক্তার বাবুদের। স্বাস্থ্য বিপ্লবের এই করুন দৃশ্যটি পরিলক্ষিত হল বিশালগড় মহকুমা হাসপাতালে।
চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল সহ সরকারি অফিস আদালতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন ঠিক সেই সময়ে চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলতে শুরু করেছে বলে অভিযোগ। ইমারজেন্সি বিভাগে ঘন্টার পর ঘন্টা চরম দুর্বিষহ অব্যবস্থায় চলছে বিশালগড় মহকুমা হাসপাতাল।
প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এরপরও হেলদোল নেই কারোর। সোমবার বিকাল ৪টায় বিশালগড় মহকুমা হাসপাতালে ইমারজেন্সি বিভাগের সামনে গিয়ে দেখা গেল স্বাস্থ্য বিপ্লবে এর এই করুন চিত্র। রোগীরা সাংবাদিকদের ক্যামেরার সামনে জানান কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টা ধরে বসে আছেন। অপেক্ষা করছেন কিন্তু ইমারজেন্সি বিভাগের চিকিৎসকদের চেম্বারে নেই কোন ডাক্তার। রোগীরা জানিয়েছেন এই ঘটনা প্রতিদিনের। প্রতিদিন এভাবেই চিকিৎসা পরিষেবা নিতে এসে সমস্যার সম্মুখীন হয় রোগীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধানে সঠিক ব্যবস্থা গ্রহন করুক দাবি রোগী ও তাদের আত্মীয় পরিজনেদের।
2023-10-17

