নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : আন্তর্জাতিক দাবা সংগঠন (ফাইড) আয়োজিত বিশ্ব জুনিয়র দ্রুত দাবা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য রৌণক সাধওয়ানিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “ওয়ার্ল্ড জুনিয়র র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ অসাধারণ জয়ের জন্য রৌণক সাধওয়ানিকে অভিনন্দন! তাঁর কৌশলগত প্রতিভা এবং দক্ষতা বিশ্বকে বিস্মিত এবং জাতিকে গর্বিত করেছে। তিনি যেন তাঁর ব্যতিক্রমী কৃতিত্ব দিয়ে আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করতে থাকেন। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা
প্রসঙ্গত, রৌনক সাধওয়ানি একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। মাত্র ১৩ বছর বয়সে একজন গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তিনি ইতিহাসের নবম সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং ৪র্থ সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি খেতাব পান।