কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.) : “দেশের নতুন ন্যায় সংহিতা বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন।“ বৃহস্পতিবার এই মন্তব্য করেন সাংসদ তথা বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সহ সভাপতি দিলীপ ঘোষ।
প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার নিয়ে ফুঁসে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে বুধবার এক্স প্লাটফর্মে লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিকল্প হিসাবে যে খসড়া করেছে সেটা দেখলাম। এটা পড়ে হতবাক হয়ে গিয়েছি। এটা দেখে অবাক হয়ে গেলাম যে অত্যন্ত নিষ্ঠুর ও অবদমন করার জন্য নাগরিক বিরোধী প্রস্তাব আনা হয়েছে।”
পালটা দিলীপবাবু সাংবাধিকদের জানান, ব্রিটিশ আইন বদল করে ভারতীয় আইন তৈরি করা হচ্ছে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের থেকে মতামত নিতে তিন মাস সময় দেওয়া হয়েছে। সেই মতামত নেওয়ার কাজ চলছে। আমি নিজে সেই হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার।
দিলীপবাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন সাধারণ নাগরিকদের। এটা দেশের আইনের বিরুদ্ধে একপ্রকার চক্রান্ত । না জেনে সবকিছু বিরোধিতা করা ওঁর অভ্যাস।