আগরতলা, ১২ অক্টোবর: উন্মত্ত কুকুরের তান্ডবে দিশেহারা সাধারন মানুষ। আজ রানীরবাজার বৃদ্ধি নগর থেকে মঠচৌমুহনী এলাকা পর্যন্ত প্রায় ৩০ জনকে কামড়েছে একটি উন্মত্ত সারমেয়। শহরের সাধারন মানুষ ভয়ে রাস্তায় বের হতে দ্বিধাবোধ করছে। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
একটি সাদা সারমেয় একে একে প্রায় ৩০জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর জুড়ে আতঙ্কিত সাধারন মানুষ। ঘটনার পর তাদের আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত জনৈক ব্যক্তির কথায়, অবিলম্বে উন্মত্ত কুকুরটি শনাক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সাধারন মানুষকে ভয় মুক্ত করার চেষ্টা করতে হবে।