নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): ”কেটিবি-ভারত হ্যায় হাম” অ্যানিমেশন সিরিজের সূচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে ”কেটিবি-ভারত হ্যায় হাম” অ্যানিমেশন সিরিজের সূচনা করার পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ বলেছেন, “ভাষা যাতে কোনও বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করা হয়েছে এবং তাই এই (অ্যানিমেশন সিরিজ) ১২টি ভারতীয় ভাষায় তৈরি করা হচ্ছে। যাতে শুধু দেশ নয়, পুরো বিশ্ব রাণী আব্বাক্কার মতো আমাদের অজ্ঞাত বীরদের সম্পর্কে জানতে পারে।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “অমৃতকালের সময়, আমরা আমাদের শিক্ষার্থীদের দেশের ইতিহাস এবং অজ্ঞাত বীরদের সম্পর্কে জানানোর জন্য বেশ কিছু প্রচেষ্টা করেছি। সারা দেশে লক্ষাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা স্বরাজ টিভি সিরিয়ালের মাধ্যমে দেশকে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বলার সুযোগ পেয়েছি।”