সেওনি, ১১ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের সেওনি জেলায় গ্যাস ট্যাঙ্কার উল্টে বড়সড় বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর ওই গ্যাস ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। যেহেতু গ্যাস ট্যাঙ্কার উল্টে যায়, তাই ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বুধবার সকালে গ্যাস ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।
নরসিংহপুরের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার বলেছেন, “একটি গ্যাস ট্যাঙ্কার অতিরিক্ত গতিতে থাকায় উল্টে যায়, এরপর আগুনও ধরে যায়। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আমরা জবলপুর থেকে সহায়তার অনুরোধ করেছি। এটি একটি গ্যাস ট্যাঙ্কার হওয়ায় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রাফিক ডাইভার্ট করা হয়েছে।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।