ত্রিপুরা-২ (শ্রেয়া ২) পন্ডিচেরী-১ (মধুষা)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হলো শুভেনজিৎ সিনহা-র মেয়েদের। রাজস্থানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের জাতীয় জুনিয়র ফুটবলে। লাক্ষাদ্বীপ গ্রুপ থেকে নাম তুলে নেওয়ায় সোমবারই শেষ ম্যাচে ছিলো ত্রিপুরার। সেমিফাইনালে যেতে হলে এদিন বড় ব্যবধানে জয় পেতে হতো ত্রিপুরাকে। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাট্রিক করে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলো অন্ধ্রপ্রদেশ। রাজস্থানের উদয়ন স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে ত্রিপুরার মেয়েরা। এদিন যদি ত্রিপুরা আধ ডজন গোলে জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। দুটি গোল করলেও শ্রেয়া দেব একাই নষ্ট করে কমকরে আরও ৩ টি গোলের সুযোগ। অনায়াসেই এদিন হ্যাটট্রিক করতে পারতো শ্রেয়া। এছাড়া দুটি গোলের সুযোগ নষ্ট করে বিনতা জমাতিয়া। এদিন ম্যাচ শুরুর ২৭ মিনিটের মাথায় মেরিনা জমাতিয়ার থ্রু চিরে ত্রিপুরাকে এগিয়ে দেয় শ্রেয়া দেব। দ্বিতীয়ার্ধে পুনম দেবনাথের বাড়ানো বল থেকে ত্রিপুরার জয় নিশ্চিত করেন শ্রেয়া। মাঝে খেলার ছত্রিশ মিনিটের মাথায় পন্ডিচেরির মধুষা একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে এনেছিল। আজও ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে ত্রিপুরার শ্রেয়া দেব। খেলা শেষে ত্রিপুরার কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন, “বড় ব্যবধানে অনায়াসেই জয় পেতে পারতাম আমরা। এভাবে সুযোগ হাতছাড়া করবে ভাবতেই পারিনি। তবে আসরে যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে মেয়েরা। যোগ্য দল হিসাবেই শেষ চারে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশ”।