ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল পন্ডিচেরির বিরুদ্ধে খেলবে। গ্রুপ লীগ পর্যায়ে শেষ ম্যাচ। কেননা, গ্রুপের একটি দল লাক্ষাদ্বীপ শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত জুনিয়র গার্লস জাতীয় ফুটবল ২০২৩-২৪ দ্বিতীয় স্তরের গ্রুপ ডি-তে চারটি দলের মধ্যেই খেলা হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব অর্থাৎ সেমিফাইনালে খেলার প্রত্যাশা এখনও জিইয়ে রয়েছে ত্রিপুরার। তবে এক ধাপ এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ। আগামীকালের ম্যাচে ত্রিপুরা পন্ডিচেরি কে বড় ব্যবধানে দুরন্ত জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অপর খেলা অন্ধ্রপ্রদেশ ও চন্ডিগড় এর ম্যাচের ফলাফলের দিকে। অন্ধ্রপ্রদেশ যদি অন্ততপক্ষে ড্র করে এক পয়েন্টও পেয়ে যায়, তবেই কিন্তু সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেবে। তবে আগামীকালের ম্যাচে ত্রিপুরা দল জয়ের স্বাদ পেলে অন্ততপক্ষে গ্রুপ রানার্স হয়ে ঘরে ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে ত্রিপুরা চন্ডিগড় কে ৩-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে অন্ধ্রপ্রদেশের কাছে শুন্য-আট গোলে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশ প্রথম ম্যাচে পন্ডিচেরিকে ৩-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে।
2023-10-08