ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।।মডার্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সদের বিশ্বকাপ ক্যুইজে ব্যাপক সারা পড়লো। মডার্ন ক্লাবের কোচিং সেন্টারের ক্রিকেটাররা তো ছিলই।ছিল আমরা তরুন দলের ক্রিকেটাররা। শুক্রবার বিকেলে, প্রচন্ড বৃষ্টির মধ্যেও ক্রিকেটারদের উৎসাহের ঘাটতি ছিলনা।ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের পক্ষ থেকে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সদের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। আধুনিক ক্রিকেটের আসল কাজ ও ক্রিকেটারদের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য দলের প্রাক্তন অধিনায়ক অরূপ দেববর্মা। এরপর শুরু হয় ক্যুইজ। দারুনভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেয় প্রশিক্ষণে থাকা সমস্ত ক্রিকেটাররা।অভিভাবকেরাও অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার শঙ্কর চক্রবর্তী, কৃষ্ণধন দেবনাথ রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন কোষাধ্যক্ষ সুরজিৎ ঘোষ। ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও মডার্ন ক্লাবের ক্রিকেট কোচ ভাস্কর চক্রবর্তী ও মডার্ন ক্লাবের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কেশব রায়। মডার্ন ক্লাবের উদ্যোগ ও সাহায্যের জন্য আয়োজিত এই আজকের অনুষ্ঠান সাফল্যের সঙ্গে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সরা শেষ করতে পেরেছেন। সেজন্য ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-10-08