আগরতলা, ৪ অক্টোবর: ত্রিপুরা সরকার কিছুদিন পূর্বে বেশ কিছু সংস্থার চেয়ারম্যান পদে রদবদল ঘটায়। আজ মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অভিজিৎ দেব। এদিন তিনিনপূর্ববর্তী চেয়ারম্যান কৃষ্ণধন দাস থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন।
প্রসঙ্গত, অভিজিৎ দেব ২০২২ সালে টিআরটিসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এক বছর পর তাঁকে টিআরটিসি থেকে সরিয়ে মার্কফেটের দায়িত্বে দেওয়া হয়েছে।
এদওন মার্কফেডের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেব বলেন, ১৯৫৭ সালের ২৫শে মার্চ প্রত্যন্ত এলাকার উৎপাদিত দ্রব্য বাজারজাত করা নিয়ে কাজ শুরু করেছিল মার্কফেড। ৬৬ বছর ধরে কাজ করে এখন একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করেছে মার্কফেড। মারফেডকে এগিয়ে নিয়ে যাওয়া ও সমৃদ্ধশালী করার চেষ্টা করে যাবেন বলে জানান তিনি।