আগরতলা, ৪ অক্টোবর: অতিসত্বর নিয়োগের দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছেন টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা।
অভিযোগ, গত ৯ মাস আগে ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল।কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশও করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। কিন্তু টেট ১ ও টেট ২ মিলে প্রায় ৩৩ হাজার শূন্যপদ রয়েছে। তারপর ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। তাই অতিসত্বর নিয়োগের দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা। শিক্ষা দপ্তরের অধিকর্তা তাঁদের আশ্বাস দিয়েছেন এ বিষয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করা হবে।