নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ অক্টোবর: ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ধর্মনগর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব রক্তদান দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার অর্থাৎ ১ অক্টোবর বিশ্ব রক্তদান দিবসকে সামনে রেখে ধর্মনগর ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপার্সন মঞ্জু রানী নাথ, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী ডক্টর অরুনাভ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তিনাথ এবং আজকের অনুষ্ঠানের কনভেনার দেবব্রত নাথ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মনগর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম । অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি রক্তদান নিয়ে আলোচনা, কুইজ প্রোগ্রাম এবং বিশিষ্টদের সম্মাননার পাশাপাশি সংগীত পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিদের কথায় উঠে আসে রক্তদানের প্রয়োজনীয়তা। কারণ ধর্মনগরের জেলা হাসপাতালে রক্তের জোগান অনেকটাই কম। সেই কারণে সবাইকে রক্তদানের মাধ্যমে জীবনদান করে মানুষের জীবনকে বাঁচানোর আহ্বান জানানো হয়। পূর্বে সংখ্যালঘু মুসলিমরা রক্তদানে তত বেশি একটা উৎসাহী ছিল না। কিন্তু বর্তমানে মুসলিমরা রক্তদানে উৎসাহ সহকারে এগিয়ে আসছে। হযরত মহম্মদ এর জন্মদিনে যেভাবে দুর্গাপুরে ৫৯ ইউনিট রক্তদান করা হলো তা দৃষ্টান্ত স্থাপন করল। একসাথে ৫৯ ইউনিট রক্ত কোন সংস্থার কাছ থেকে পাওয়া ধর্মনগর ব্লাড ব্যাংকের কাছে একটা মহান প্রাপ্তি বলে অতিথিরা জানান। এভাবে যদি সাধারন মানুষরা রক্তদানে এগিয়ে আসে তাহলে আর এখানে রক্তের কারণে কোন রোগীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে না। এই অনুষ্ঠানে অতিথিরা রক্তদানের পাশাপাশি যেসব বেসরকারি সংস্থাগুলি অনুষ্ঠানে উপস্থিত হয় তাদের প্রতি নেশা মুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। কারণ যেভাবে নেশা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে পাশাপাশি উত্তর জেলায় সিরিঞ্জ নেশার কারণে এইচআইভি এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতনতাই হচ্ছে একমাত্র উপায়। সঠিক সচেতনতা একটি সুস্থ সমাজ করে দিতে পারে। তাই একদিকে যেমন রক্তদান নিয়ে সচেতনতা মানুষের একান্ত প্রয়োজন, তেমনি একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য নেশা মুক্ত করার সচেতনতা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। আজকের এই রক্তদান শিবিরে ২৫ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানা গেছে।
2023-10-01

