নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ অক্টোবর : সম্পত্তি নিয়ে বিবাদ যতদিন যাচ্ছে তত বেড়েই চলেছে। কিছুসংখ্যক কুবুদ্ধি সম্পন্ন তহশিলদার এবং দালালদের কারণে সম্পত্তি নিয়ে বিবাদ পরিবারের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। ধর্মনগরের দুর্গাপুরের বাসিন্দা মন্টু রায় উনার দুই ছেলের মধ্যে উনার সম্পত্তি ভাগ করে দেন। বড় ছেলে চন্দন রায় এবং ছোট ছেলে গৌতম রায়। কিন্তু সম্পত্তি ভাগ করে দিলেও সঠিক রাস্তা না থাকার কারণে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ক্রমাগত বাড়তে থাকে। এই বিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক বিচার-আচারের পরও কোন সমাধান না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয় দুই পক্ষ। বড় ভাই চন্দন রায়ের কথা অনুযায়ী ছোট ভাই গৌতম রায় নাকি বড় ভাইয়ের ঘরের রাস্তা বন্ধ করে ঘর তুলে নিচ্ছে। তো বড় ভাইয়ের ঘর থেকে বের হওয়ার রাস্তা থাকছে না। তা নিয়ে তাদের মধ্যে বিবাদ আরোও বাড়তে থাকে। ছোট ভাই গৌতমের কথা অনুযায়ী তার জায়গায় সে ঘর তুলছে তাকে কেন অযথা বাধা দেওয়া হবে। সে তো বেআইনি কিছুই করছে না। আদালতে মামলা চলাকালীন রবিবার দুপুরে গৌতম খুঁটি নিয়ে তার বাড়িতে ঢুকতে গেলে রাস্তায় চন্দন ধারালো অস্ত্র নিয়ে গৌতমের উপর আক্রমণ চালায়। গৌতম জানায় সে যাতে পালিয়ে না যেতে পারে তার জন্য রাস্তার ওপর প্রান্তে চন্দনের স্ত্রী অর্থাৎ তার বৌদি মীরা রায় পরিকল্পনা করে অপেক্ষা করছিল। গৌতম কোন রকমে পালিয়ে ঘরে গিয়ে পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে এসে। সে জানায় তার বড় ভাই চন্দন এবং বৌদি মীরা রায় আট বছর আগে একবার তাকে মারার পরিকল্পনা নিয়েছিল। ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে সে কোন রকমে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে রাতের অন্ধকারে নিজেকে রক্ষা করেছিল। তখনো এদের মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। গৌতম আরো জানায় তার বৌদি মীরা রায়, তার চক্রান্তেই নাকি বড় ভাই চন্দন রায় ছোট ভাই গৌতম রায়কে বারে বারে মারার জন্য আক্রমণ চালাচ্ছে। গৌতম বর্তমানে উত্তর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার চিকিৎসা চলছে।
2023-10-01

