আগরতলা , ২৭ সেপ্টেম্বর : আজ মহিলা কমিশনের সপ্তম চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ঝর্ণা দেববর্মা। এদিন মহিলা কমিশনের কর্মীরা তাঁকে স্বাগত জানিয়েছেন।
ক্রমবর্ধমান নারী গঠিত সমস্যা সমাধানে ১৯৯৪ সালে গঠিত হয়েছিল মহিলা কমিশন। বুধবার সপ্তম চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ঝর্ণা দেববর্মা। এদিন তিনি বর্ণালী গোস্বামী কাছ থেকে কমিশনের দায়িত্বভার বুঝে নিয়েছেন ।
চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ ) মানিক সাহা যে আস্থা রেখে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে পালন করার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন বলে জানান তিনি।

