কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি পরিস্থিতির অবনতির প্রতিবাদে নিয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি। বুধবার থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি।
একসঙ্গে আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা, টিচার সেল, ডক্টর সেল ও স্বাস্থ্য পরিষেবা সেল। বিভিন্ন পুরসভা ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলবে বিজেপির প্রতিবাদ। ধর্না, অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যজুড়ে ব্যর্থ সরকার ও বিভিন্ন স্থানীয় প্রশাসন। ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। রাজ্য সরকারের তরফে লুকনো হচ্ছে প্রকৃত তথ্য। কখনও অজানা জ্বর, কখনও জাপানি জ্বর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের প্রাণ বিপন্ন। তারই প্রতিবাদে বুধবার থেকে ৭ দিন রাজ্যজুড়ে ধর্না, অবস্থান, বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে পুরসভার সামনে দেখানো হবে প্রতিবাদ, বিক্ষোভ।
ডেঙ্গিতে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। যদিও এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে।