ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। সুকান্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে ৫-১ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছালো লুধুয়া মিলন চক্র প্লে সেন্টার। রবিবার ফের মাঠে উত্তেজনা। রেফারি টিংকু দে কে মাঠে নিগৃহীত করার চেষ্টা। সব মিলিয়ে সাব্রুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুকান্ত স্মৃতি প্রাইজ মানি লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টে খেলোয়ার এবং দর্শকদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা চোখে পড়ার মতো।সাব্রুম ফুটবল অ্যাসোসিয়েশন এবং ৪০ সাব্রুম মন্ডলের যুব মোর্চার উদ্যোগে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে সুকান্ত স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লুধুয়া মিলন চক্র প্লে সেন্টার বনাম বনকুল প্লে সেন্টারের মধ্যে খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় বনকুল এফ সির পক্ষে প্রথম গোলটি করেন সম্বল চাকমা।এতে ১-০ গোলে এগিয়ে যায় মনু-বনকুল এফ.সি। কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি পায় লুধুয়া মিলনচক্র এবং খেলা ১-১ গোলে সমাপ্ত হয়। রেফারি টিংকু দের পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হয়। খেলোয়ারা হেনস্তা করার চেষ্টা করে। পরে পুলিশ এসে উত্তেজনা সামাল দেয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় রেফারি ট্রাই বেকারের নির্দেশ দেয়। টাইব্রেকারে ৪-৩ জয় লাভ করে লুধুয়া মিলনচক্র। খেলার শেষে খেলা কমিটির পক্ষ থেকে পার্থ প্রতিম রায় জানান, ফাইনাল খেলা হবে লুধুয়া মিলনচক্র বনাম সাব্রুমের রয়েল ভয়েসের মধ্যে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি টানটান উত্তেজনার মধ্যে দিয়েই সমাপ্তি হল এদিন। তবে ফাইনাল খেলার দিন এখনো ঘোষণা হয়নি। কমিটি পর্যালোচনার পরে ফাইনাল খেলার দিন ঘোষণা করবে।