আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাগবাসা বিধানসভা এলাকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
২৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধন করবেন বাগবাসা পুলিশ স্টেশন। তাছাড়া রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান।ধর্মনগর মহকুমা অন্তর্গত ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে চলতি মাসের ২৮ তারিখ যাবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । তিনি তিনটি জায়গায় অনুষ্ঠানে যোগ দেবেন। উপস্থিত থাকবেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, জেলা সমাহর্তা ও কার্যনির্বাহী আধিকারিক, উত্তর জেলা পুলিশ সুপার, আইজি সহ অন্যান্যরা | মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি আগরতলা থেকে ট্রেনে চেপে যাবেন ধর্মনগর রেল স্টেশন সেখানে উনাকে বরণ করবেন বাগবাসা বিধায়ক যাদব লাল নাথ। তারপর মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন বাগবাসা নতুন থানায় । সকাল ১১টা নাগাদ বাগবাসা থানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, তারপর তিনি চলে যাবেন জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২:৩০ মিনিটে নবনির্মিত দ্বিতল ভবনের দ্বার উদ্ঘাটন করবেন | নবনির্মিত দ্বিতল ভবনের তৈরি করতে খরচ হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৩শো ৬২ টাকা | দুপুর ১২:৩০ নাগাদ কালাছড়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন, এই রয়েছে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মসূচি |
৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথের প্রচেষ্টায় বাগবাসা বিধানসভা কেন্দ্রেরই কিছু সমাজসেবীদের নিয়ে বিধায়ক আরক্ষা দপ্তর কে সাজিয়ে তুলেছেন নুতন আঙ্গিকে। তাছাড়া থানাকে একটি ইকো গাড়ি প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবং আরক্ষা দপ্তরের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে তাছাড়া থানার বাউন্ডারি করে দেওয়া হয়েছে সমাজসেবীদের পক্ষ থেকে |
বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ ১৯ হাজার টাকা খরচ করে নতুন টয়লেট এবং ইউরিনালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই| এলাকার অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে বলে জানা গেছে। এক কথায় আগামী ২৮ সেপ্টেম্বর একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তর জেলা সফরে।
2023-09-24