গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : অসমে উদ্যোগ বিকাশের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে বেসরকারি ছয়টি শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৩,১১৪.১৪ কোটি টাকা বিনিয়োগের মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মউ চুক্তির ফলে অসমে নতুন নতুন শিল্প গড়ার পাশাপাশি প্ৰায় ৫ হাজারের বেশি প্ৰত্যক্ষ ও পরোক্ষ নিয়োগ সৃষ্টি করবে।
জনতা ভবনে রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার পৌরোহিত্যে তাঁর আয়োজিত অনুষ্ঠানে অসম সরকারের শিল্প ও বাণিজ্য এবং পৰ্যটন বিভাগের সঙ্গে বেসরকারি খণ্ডের বড় বড় বিনিয়োগকারীদের মেগা ঔদ্যোগিক প্রকল্প স্থাপনের জন্য মউ চুক্তিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের পদাধিকারীরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰীর উদ্যোগে অসম সরকারের সঙ্গে মোট ৩১১৪.১৪ কোটি টাকা ব্যায় সাপেক্ষে মেগা বিনিয়োগ করবে বলে মউ চুক্তিতে স্বাক্ষর করেছে, সেই সব ছয়টি কোম্পানি যথাক্ৰমে মেসার্স ক্যাশার পেট্ৰো প্ৰডাক্টস, লংস্পেন স্ট্রকচার্স প্ৰাইভেট লিমিটেড, মেসার্স এসবিএল বিস্কুট প্ৰাইভেট লিমিটেড, মেসার্স উমরাংসো (ভারত) সিমেন্ট এলএলপি, মেসার্স সুনীত ব্ৰুওয়ে ব্রিজ প্ৰাইভেট লিমিটেড, মেসার্স জেরিকো ফুডস অ্যান্ড বেভারেজস এলএলপি।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই চুক্তির বলে অসমের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ৫,১০০-এর বেশি মানুষের প্ৰত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োগের সুযোগ প্ৰদান করবে বলে আশাবাদী রাজ্য সরকার। তিনি বলেন, অসম এখন উন্নতির পথে দ্রততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। অসম এখন ঔদ্যোগিক রাজ্যে পরিণত হবে। এর আগে আটটি কোম্পানির সহ্গে ৮,০০০ কোটি টাকার মউ চুক্তি হয়েছিল, বলেন মুখ্যমন্ত্ৰী।
তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে নতুন করে ১১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। নিৰ্দিষ্ট নিয়ম মেনে ওই সব প্রস্তাব পৰ্যায়ক্রমে গ্রহণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী বছরে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ অসম পাবে এবং পরবৰ্তী বছর আরও ৫০ হাজার টাকা বিনিয়োগ লাভের জন্য অসম সরকার চেষ্টা করবে বলেও প্রদত্ত বক্তব্যে জানান হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, পাশাপাশি তাঁর ২১ বছরের মন্ত্রিত্বকালে অসমে শিল্পের প্রতি কখনও কেউ এমন আগ্রহ দেখাননি। আজকাল এক মাসের মধ্যে জমি রেজিস্ট্রেশন ও বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয় বলে প্রদত্ত বক্তব্যে বলে তিনি।
আজকের মউ চুক্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন কয়েকজন মন্ত্ৰী বিমল বরা, যোগেন মহন, জয়ন্তমল্ল বরুয়া, সঞ্জয় কিষাণ, অসমের মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, শিল্প ও বাণিজ্য বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব রবি কটা, কমিশনার ঐনাম চরণ কুমাপ সিং এবং বিনিয়োগকারী প্ৰতিষ্ঠানের প্ৰতিনিধি সহ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কৰ্মচারী।