নিজ বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ

আগরতলা , ২৩ সেপ্টেম্বর : নিজ বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য দেখে দিয়েছে কদমতলা এলাকা জুড়ে। নিখোঁজ গৃহবধূর নাম রীতা দেব (২৯) স্বামী সজল দেব। পেশায় রাজমিস্ত্রি, বাড়ি উত্তর জেলার কদমতলা থানাধিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি ১নং ওয়ার্ডে।বর্তমানে পরিবারটি একই গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রীকে না পেয়ে দুই সন্তানকে নিয়ে কদমতলা থানা সহ সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় স্বামী।

সজল দেব জানিয়েছেন, গত ১৪-৯-২৩ তারিখে নিজের স্বামীর অনুপস্থিতে দুই সন্তানকে রেখে নিখোঁজ হয়ে যায় স্ত্রী। তিনি বাড়ি এসে এই ঘটনা জানতে পেরে স্ত্রীকে খোঁজতে এদিক ওদিক ছুটাছুটি করে গ্রামের ৭ নং ওয়ার্ডের মেম্বার গোপাল দেবের বাড়ি গিয়ে জানতে পারেন। নিখোঁজ গৃহবধূ গোপাল দেবকে বলে গিয়েছে সে আসামের জোরহাটে নিজের বাপের বাড়িতে চলে যাচ্ছে। এই কথা জানতে পেরে স্বামী শ্বশুর বাড়ির লোকদের সাথে ফোনে যোগাযোগ করে জানতে পারেন স্ত্রী বাবার বাড়ি যায়নি। পরবর্তীতে দুদিন অতিক্রান্ত হওয়ার পর গত ১৬-৯-২৩ তারিখে কদমতলা থানার পুলিশের দ্বারস্থ হয়ে মিসিং ডায়েরি করে স্বামী।

স্বামী জানিয়েছে, তাদের বৈবাহিক সম্পর্ক ৪ বছরের। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওই গৃহবধূ ছেলে এবং মেয়েকে বাড়িতে রেখে চলে যায়। কিছু দিন আগে গৃহবধূ রীতা দেবের সাথে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু নাথের অবৈধ সম্পর্ক ধরা পড়ে। গত ২১-৮-২৩ তারিখে রীতা দেব ও নান্টু নাথকে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে দেখে নান্টু নাথের আত্মীয় পরিজনরা হাতে নাতে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ গোস্বামী সহ মেম্বার গোপাল দেব সহ অন্যান্য অন্যান্যরা কদমতলা থানাতে এক বৈঠকের মাধ্যমে এই বিষয়টি মীমাংসা করে স্ত্রীকে স্বামীর নিজ হাতে তুলে দেন। এরপর থেকে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো।ধারণা করা হচ্ছে, নিজের স্বামীকে শায়েস্তা করতে এবং স্বামীকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে হয়তো স্ত্রী নিজে আত্মগোপন করেছে। ঘটনার তদন্ত করছে কদমতলা থানার পুলিশ।