BRAKING NEWS

সাব্রুমে সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল ফাইনালে বয়েজ ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। সুকান্ত স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে গত বছরের চ্যাম্পিয়ন বিন্দাস বয়েজ কে হারিয়ে ফাইনালে পৌঁছায় রয়েলস ক্লাব। সাব্রুম ফুটবল অ্যাসোসিয়েশন এবং ৪০ সাব্রুম মন্ডল যুব মোর্চার উদ্যোগে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে, সুকান্ত স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে ট্রাইবেকারে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রয়েল বয়েজ ক্লাব। শুক্রবার প্রথম সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সাবরুম দ্বাদশ শ্রেণীর মাঠের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ন। ক্রীড়া মোদী দর্শকের উপস্থিতিতে খেলা বেশ জমে উঠে। খেলার প্রথমার্ধৈর ২২ মিনিটের মাথায় রয়েল বয়েসের সুনীল প্রথম গোলটি করে খেলার উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলে। মাঠ অস্থির হয়ে উঠে। বিন্দাস ভয়েস আক্রমণাত্মক হয়ে উঠে। ফলে হলুদ কার্ড দেখে বিন্দাস ভয়েসের প্রেমা রায়।খেলার দ্বিতীয়ার্ধে প্রথম থেকে মারমুখী হয়ে ওঠে বিন্দাস বয়েজ। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় বিন্দাস বয়েজের অরুন দুর্দান্ত একটি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের মাথায় বিন্দাস ভয়েসের প্রেম রায়ের মারমুখী আক্রমণের কারণে রেফারী অভিজিৎ দাস তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। কিন্তু সে আক্রমণ মুখী হয়ে রেফারি অভিজিৎ দাসকে হেনস্থা করে। পরে অবশ্য সহ রেফারি মাঠে এসে আক্রমণকারী ফুটবলারকে মাঠ থেকে বের করে নিয়ে যায়। এই ঘটনার পর মাঠে প্রবল উত্তেজনা শুরু হয়। পরে অবশ্য নিরাপত্তা কর্মীদের সহায়তায় মাঠে ফের শান্তি ফিরে আসে।

নির্ধারিত সময়ে খেলা ড্র থাকার কারণে রেফারী অভিজিৎ দাস ট্রাইবেকারের নির্দেশ দেন এবং ট্রাইবেকারে রয়েল বয়েজ ২-০ গোলে বিন্দাসকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *