আগরতলা, ২২ সেপ্টেম্বর।। মহিলা সংরক্ষিত বিল পাশ করিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু তাতে কারো লাভ নেই। সরকার নিজেই সেই বিল কার্যকর করতে চাইছে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, মোদী সরকার শুধুমাত্র নিজেদের লাভের জন্য জনসমক্ষে এই বিল পাশ করিয়েছে। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে সরকারের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্যই এই বিল পাশ করানো হয়েছে বলে মোদী সরকারের বিরুদ্ধে এক রাশ তোপ দাগলেন তিনি।
এদিন বিধায়ক আরও বলেন, মহিলা সংরক্ষন বিল নিয়ে আলোচনার সময় এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণের জন্যও দাবী জানানো হয়েছিল। কিন্তু সরকার কোনো সম্প্রদায়ের কথা ভাবেনি। তিনি আরও বলেন, দেশে প্রায় ৪৫ শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে। তবে তাদের জন্য বাজেটের বরাদ্ধ অত্যন্ত কম। মোট বাজেটের মাত্র ৫ শতাংশ টাকা ব্যয় করা হয়েছে। তিনি বলেন মোদী সরকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়কের সুদীপ রায় বর্মণের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।