আগরতলা , ২০ সেপ্টেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার এক ড্রাগ মাফিয়াকে গ্রেপ্তার করলেন। তাঁর কাছ থেকে অবৈধ ব্রাউন সুগার এবং হেরোইন এর মতো নিষিদ্ধ ড্রাগ উদ্ধার হয়েছে। প্রায় ৫.২৩ গ্রাম ড্রাগস পাওয়া যায় বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
কল্যাণপুর থানার ওসি জানান, ঘিলাতলীর শান্তিপাড়া এলাকার বাসিন্দা ধনরাজ সরকার ( ২৬)-কে মোহরছড়া ব্রিজ এর উপর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ যে বাড়ি বাড়ি হাজিরার কাজ করা এই ধনরাজ সরকার বেআইনি ড্রাগস এর ব্যবসা করে আজ বিপুল সম্পত্তির মালিক।তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।