হাইলাকান্দিতে বাজেয়াপ্ত ১৮০ বস্তা বাৰ্মিজ সুপারি বোঝাই কন্টেইনার, আটক এক

হাইলাকান্দি (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বাৰ্মিজ সুপারির বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত। জেলার অন্তর্গত পাঁচগ্ৰাম পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১৮০ বস্তা অবৈধ বাৰ্মিজ সুপারি বোঝাই একটি কন্টেইনার (পণ্যবাহী ট্ৰাক)।

আজ মঙ্গলবার এ খবর জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, পাঁচগ্ৰাম পুলিশ আজ ভোররাত প্রায় ২.০০টা নাগাদ শিলচর (কাছাড় জেলা সদর) থেকে কালাইনে (কাছাড়) যাওয়ার পথে পাঁচগ্ৰাম পুলিশ ফাঁড়ির অৰ্ন্তগত ধলেশ্বরীতে পণ্যবাহী কনটেইনারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৮০ বস্তা বাৰ্মিজ সুপারি উদ্ধার করেছে।

অবৈধ বার্মিজ সুপারি পাচারের অভিযোগে পাঁচগ্ৰাম পুলিশ আটক করেছে হবিবুর লস্কর নামের কনটেইনার চালককে। চালক হবিবুরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানিয়েছে সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *