গোঠা হাইস্কুলে নিয়োগ-তদন্তে অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা করল সিআইডি

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের সুতির গোঠা এআর হাইস্কুলে শিক্ষক নিয়োগে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্তে নামে সিআইডি। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা করল সিআইডি। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা করে গোয়েন্দা সংস্থা।

ওই ঘটনার তদন্তে নেমে বেনিয়ম ও নথি জাল করে চাকরি পাওয়া ভূগোলের শিক্ষক অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। স্কুলের প্রধান শিক্ষক ও ‘ভুয়ো শিক্ষক’-এর বাবা আশিস তিওয়ারিকেও গ্রেফতার করে সিআইডি।

এই মামলায় তদন্তে নেমে স্কুল শিক্ষা দফতরের বেশ কয়েকজন কর্মী ও আধিকারিকের জড়িত থাকা প্রমাণ মিলেছিল। এদিন স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের কাছে সোমবার একথা জানিয়েছে সিআইডি।

স্কুল শিক্ষা দফতর আদালতকে জানিয়েছে, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সপ্তাহের মধ্যেই সিআইডি অনুমতিপত্র পেয়ে যাবে বলে জানানো হয়েছে। আগামী ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

তদন্তে নেমে মুর্শিদাবাদের ওই স্কুলে একাধিকবার অভিযান চালান সিআইডির গোয়েন্দারা। প্রধান শিক্ষক আশিস ও পরবর্তীকালে তাঁর ‘ভুয়ো শিক্ষক’ ছেলে অনিমেষকে গ্রেফতার করা হয়। বাবার গ্রেফতারির অনিমেশ দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন বলে। পরে তাঁকে জঙ্গিপুর আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির মুখে পড়ে জেলা শিক্ষা দফতরের কর্মরত বেশ কয়েকজনও।